
নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৪২তম শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের শাখার উদ্বোধন করেন, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, থানার ওসি মোঃ এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান, শ্যামছুল ইসলাম বুলবুল, মোঃ জাবেদ হোসেন, সোহেল পাটোয়ারী।

এসময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।