রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট এখন রামগঞ্জে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বেলা ১১ টায় রামগঞ্জ শহরের বাইপাস রোড নতুন কাঁচা বাজারের সামনে মদিনা টাওয়ারে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান শ্যামছুল ইসলাম সুমন, লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, পৌর কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, মেহেদী হাসান শুভ, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা, উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মাসুম, স্বপ্ন’র রামগঞ্জ ডিলার সাইফুল ইসলাম রাজন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন।
স্বপ্ন’র ২৭৭ তম আউটলেট এটি।
৫নং চন্ডীপুর ইউপি চেয়ারম্যান শ্যামছুল ইসলাম সুমন ও স্বপ্ন’র রামগঞ্জ ডিলার সাইফুল ইসলাম রাজন বলেন, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে রামগঞ্জের মানুষ এখন থেকে স্বপ্ন’তে নিয়মিত বাজার করতে পারবেন। নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার।