মোঃ রাজু হোসেন, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জ, ২৭ এপ্রিলঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নে সরকারি খালের মাঝখানে বাঁশ ও নেটের বেঁড়া দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।
এতে জলাবদ্ধতা সৃষ্টিসহ চাষাবাদে কৃষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
বিভিন্ন ময়লা আবর্জনা জমে তা পচে পানি নষ্ট হয়ে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা গাইনের বাড়ির ব্রিজ থেকে শুরু করে পশ্চিম শেখপুরা বৌদ্ধের বাড়ির ব্রিজ পর্যন্ত একটি মহল এবং পশ্চিম শেখপুরা বৌদ্ধের বাড়ির ব্রিজ থেকে শুরু করে কাওয়ালীডাঙ্গা টুন্নার বাড়ির ব্রিজ পর্যন্ত আরেকটি মহল অবৈধভাবে মাছ চাষ করে আসছে।
জানা যায়, রামগঞ্জে ওয়াবদা খালের বিভিন্ন স্থানে এসব বেঁড়া দিয়ে মাছ চাষ করে একক ভাবে সুবিধা ভোগ করছে কয়েকটি প্রভাবশালী মহল। কোনো রকম সরকারী অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাব খাঁটিয়ে তারা একক ভাবে এই মাছ চাষ করছে।
সরজমিনে গেলে অভিযোগের সত্যতার প্রমান মিলে। স্থানীয় শাহাদাত, সাহজাহান, নূর হোসেনসহ কয়েকজন মিলে গাইনের বাড়ির ব্রিজ থেকে বৌদ্ধের বাড়ির ব্রিজ পর্যন্ত খালের মাঝখানে বেঁড়া দিয়ে মাছ চাষ করে ৭/৮ বছর ধরে। সুবিধা শুধুমাত্র নিজেরাই ভোগ করে আসছে।
অপর পক্ষ পশ্চিম শেখপুরা বৌদ্ধের বাড়ির ব্রিজ থেকে শুরু করে কাওয়ালীডাঙ্গা টুন্নার বাড়ির ব্রিজ পর্যন্ত এই বছরে মাছ চাষ শুরু করেছে বাচ্চু, বতু, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইফলসহ আরো অনেকে।
তবে ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইফলের সাথে কথা হলে তিনি জানান, তারা এই বছর সর্বপ্রথম এখানে মাছ চাষ করছে। মাছ চাষে যতটুকু লাভ হবে ঐ অংশটুকু মসজিদ ও একটি মাজারে দান করবেন। অন্যদিকে নূর হোসেনের সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।