নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন ৮নং করপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঐ কমিটির সভাপতি পারভেজ আলম ও সাধারণ সম্পাদক মাহবুব আলম হৃদয়।
সোমবার, (১৬ জানুয়ারি) রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভির স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ছাড়াও ছাত্রলীগের নতুন কমিটির সহ সভাপতি সাব্বির আল সাফা, মাসুম আলম, তানভীর হাসান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মারুফ হোসেন বিল্লাহ, মোঃ হাসান, ইয়াকুব হোসেন অভি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফজলে আজিম হৃদয়, মাহবুব আলম, দাউদ হোসেন এলাম, শামীম ওসমান সহ ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি অপু মাল বলেন, আগামীতে ছাত্রলীগকে গতিশীল করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ম তান্ত্রিক ভাবে কর্মী সভা করে ইউনিয়ন পর্যায়ে কমিটি দিচ্ছি। পর্যায়ক্রমে বাকি গুলোতেও কর্মী সভায় মাধ্যমে কমিটি গঠন করা হবে।