নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি রবিউল জামান (অপু মাল) ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি।
গতকাল (১৫ই জানুয়ারী রবিবার ) এ কমিটি আগামী এক বছরের জন্য ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হলেন- মোঃ জীবন শেখ, সাধারণ সম্পাদক হলেন- ফারুক মাহামুদ,সহ সভাপতি হলেন- রুবায়েত হাসান আনম,ফাহাদ বেপারী, মোঃ রাজু পাটোয়ারী। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- আরাবি রাব্বি, মাজহারুল ইসলাম, আজিম সাগর। সাংগঠনিক সম্পাদক হলেন- ফুয়াদ বিন সামস্, মাজহারুল ইসলাম ফাহিম, রেহাব তপাদার কে নিয়ে ১১(এগারো) সদস্য কমিটি করা হয়। ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
নবনির্বাচিত সভাপতি জীবন শেখ ও সাধারণ সম্পাদক ফারুক মাহামুদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা আরো বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাবো।