নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ রামগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড আউগানখিল কাছেমুল উলুম মাদ্রাসার উদ্যোগে, কাছেমী ছাত্র কাফেলার সৌজন্যে, উদ্বোধনী ক্লাস ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আউগানখিল কাছেমুল উলুম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আবদুল্লাহর সঞ্চালনায়, আজ (শনিবার) ৭ জানুয়ারি সকাল ৯টায় বায়তুল আমান জামে মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আউগানখিল কাছেমুল উলুম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক মজু তার বক্তব্যে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার মোহতামিম মাও ইমরান হোসেন, রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁও জামে মসজিদের খতিব, মাও আবু নাছের আবদুল্লাহ, রামগঞ্জ কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মোঃ ফয়েজুল্লাহ, আউগানখিল কাছেমুল উলুম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউনুছ বেলাল।
শ্রেনীকক্ষে ভালো ফলাফলের জন্য, প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের হাতে পুরষ্কার তুলে দেন তারা।
এই সময়ে উপস্থিত ছিলেন, অভিবাবক শরিফ মোল্লা, মাসুদ করিম, মোঃ আবদুর রহমান, জিহাদুল ইসলাম, হাছান, আলম, জাপর, সুমনসহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ।