নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পাঁচ নং চন্ডিপুর ইউনিয়নের জামালপুর সুন্নাহ্ তা’লীমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজ শনিবার (৩১ ডিসেম্বর) মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল ও প্রতিটি শ্রেনীতে মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারীদের পুরষ্কার বিতরণ ও সকল ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন কলম বিতরন করা হয়েছে।
এছাড়াও জামালপুর বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অত্র মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
জামালপুর সুন্নাহ্ তালীমুল কোরআন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী রায়হানের সঞ্চালনায়, অভিভাবক সমাবেশ, বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ- সভাপতি মাওলানা আবদুল আজিজ , বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বিপ্লব, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা আবদুল্লাহ নিজাম, মাওলানা ইউসুফ, ম্যানেজিং কমিটির সদস্য মোরশেদ আহমেদ খসরু, সেলিম মিয়াজি, বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আবুল হাসান জুয়েল, রিয়াদ হোসেন।
এছাড়াও, মাদ্রাসার অভিভাবক সদস্য মাওলানা আবুল হাসেম, মাকছুদ উল্ল্যা, মোঃ মাহফুজুর রহমানসহ সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।