নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুরে রাহমানিয়া মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ম
ঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাহমানিয়া মাদ্রাসার মাঠে বাদ আসর থেকে রাত্র ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মজলিশুল মুফাসসিরিন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা লুৎফর রহমান সাহেব।
রাহমানিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক, ডাঃ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন, লক্ষ্মীপুর, বটতলী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দীস হযরত মাওলানা মুফতি ইউনুছ সাহেব,
লুধুয়া ই-শা আতুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হারুন অর রশিদ সাহেব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
৫নং চন্ডীপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া, রাহমানিয়া মাদ্রাসার সহ-সভাপতি মোখলেছুর রহমান খোকন, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মাওঃ মোরশেদ আলম প্রমুখ।