রামগঞ্জ কন্ঠ ডেক্সঃ লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় যুবদল ও বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই পাঁচজন হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গণি এবং দক্ষিণ হামছাদী ইউনিয়নের সদস্য আক্তার হোসেন, শিপন ও পারভেজ।
তাদের আদালতে নেওয়া হলে জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অর্ধশতাধিক নেতাকর্মী সেখানে ভিড় জমান। তারা আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে দলীয় স্লোগান দেন।
মামলার এজাহারে বলা হয়, ৩০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিন পাটওয়ারীকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত তিন আসামি জাবেদ, সাইফুল ও সুমন কারাগারে আছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান, ফরিদসহ পাঁচ আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আবারও জামিন আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান।
আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, ‘এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। গ্রেপ্তার আসামিরা কেউই আলাউদ্দিন হত্যার সঙ্গে জড়িত নন। আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করব। উচ্চ আদালত তাদের জামিন দেবেন বলে আমরা আশাবাদী।