মোঃ তৌহিদুল ইসলাম কবির, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ আগামী ২১শে নভেম্বর লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সম্মেলনে রামগঞ্জ উপজেলার দুই কৃতি সন্তান লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান এবং জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম সভাপতি পদে প্রতিদন্ধিতা করছেন।
তাই রামগঞ্জ উপজেলায় তাদের দুইজনকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা। এদিকে এই দুই নেতাকে নিয়ে রামগঞ্জের অলিগলিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যানার ফেস্টুনে সভাপতি হিসেবে দেখতে চান বলে দাবী জানাচ্ছেন তৃনমূলের নেতাকর্মীরা।
তবে তাদের নিয়ে চলছে সমালোচনাও। এক উপজেলা থেকে সভাপতি পদে দুইজন প্রার্থী হওয়ায় অনেক নেতাকর্মী রয়েছেন দ্বিধা-দ্বন্দ্বে। কার পক্ষ নিবেন তারা।
এদিকে এ সম্মেলনকে সফল করার লক্ষ্যে (১৬ নভেম্বর) বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয় পৌরশহরস্থ খান টাওয়ারে প্রস্তুতি সভা করেছে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
এসময় প্রস্তুতি সভায় সিনিয়র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। আমরা কেউ হিংসাত্মক মনোভাব পোষণ করব না।
আলহাজ্ব মোঃ শাহজাহান ও মোঃ সফিকুল ইসলাম, তারা দুইজনই আমাদের নেতা। তাদের মধ্যে যিনিই সভাপতি হবেন আমরা খুশি। যদিও আমাদের একেকজনের একেকজনকে পছন্দ থাকতে পারে।
প্রধান অতিথির হিসেবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এক বক্তব্যে বলেন, বিএনপি’র জেলা সম্মেলন কবে হয়েছে তাদের নেতারাই ভুলে গেছে। তারা এখন পকেট কমিটি দিয়ে দল চালাচ্ছে। আবার নিজেরাই নিজেদের নবগঠিত কমিটির নেতাদের উপর হামলা চালাচ্ছে। এখন তাদের জেলা চলে আহবায়ক কমিটি দিয়ে। যারা দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কীভাবে।
রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।