রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১ টা থেকে দিনব্যাপী আলোচনার মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষে বিকেল ৪টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে সন্ধ্যা ৫.৩০ মিনেটে শেষ হয়।
এসময় ২২ ভোটের মধ্যে ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু অপূর্ব সাহা এবং বিনা প্রতিবন্ধীতায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন অমৃত লাল কর্মকার।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্ভোধন করেন, রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটওয়ারী।
এসময় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু স্বপন দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম মজুমদার।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি পিযুষ বনিক, সাধারন সম্পাদক উত্তম সুর, পৌর যুব ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার সঞ্চয় মজমদার, সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাস, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সমীর রঞ্জন সাহা, সাধারন সম্পাদক পিজুষ কান্তি সাহা লিটন, রামগঞ্জ উপজেলা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকল সদস্য বৃন্দ।