রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র’এই প্রতিপাদ্যকে সামনে রাখে সারা দেশের লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণাঢ়্য র্যালি, কেক কাটা, আলোচনাসভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় রামগঞ্জ থানার সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের শহরের মূল মূল সড়ক পদক্ষিন শেষে অডিটোডিয়াম হল রুমে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মাহবুব খান ফাহিম।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাশেদ, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কাউছার হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক আবু তাহের, সদস্য মোঃ রাজু হোসেন প্রমুখ।