কুড়িগ্রামে আমগাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ভাইবোন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ৭০ বছর বয়সী আবুল কালাম আজাদ ও তার বড় বোন ৭৫ বছর বয়সী সকিনা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন আজাদের ছেলেসহ দুজন।
স্থানীয়রা জানান, বুধবার দিনের বেলা বাড়ির পাশের আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে আজাদের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার কথাকাটাকাটি হয়। এর জেরে রাত ৯টার দিকে দুলাল মিয়া লাঠিসোটা নিয়ে আজাদের বাড়িতে হামলা চালায়। স্থানীয়রা আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সদর থানার ওসি খান মো. শাহারিয়ার বলেন, এক যুবকের আঘাতে ঘটনাস্থলেই আজাদের মৃত্যু হয়। তার বোন ধস্তাধস্তির মাঝে পড়লেও গুরুতর আঘাত পাননি। তবে ভাইয়ের মৃত্যুর পর তারও মৃত্যু হয়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।