নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদর ও কমলনগর উপজেলার দুটি খুনের মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। এ সময় প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
কমলনগরে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মাহমুদুল হাসান হিরু, আরাফাত আরেফিন, মোবারক হোসেন, বাবুল হোসেন ও মানিক হোসেন। এ ছাড়া সদর উপজেলার খুনের মামলার দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, কমলনগরে মুক্তিযোদ্ধা ক্লাবের টি-বয় মাকছুদুর রহমানকে খুনের ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এ মামলার আসামি মাহমুদুল হাসান হিরু পলাতক। বাকি চারজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, সদর উপজেলায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এই রায়ের সময় দেলোয়ারও আদালতে উপস্থিত ছিলেন।