নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্বওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে ফিকহী সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল ০৯ অক্টোবর (রবিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ফিকহী সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত ফিকহী সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, কুরআন-হাদিস ও মাযহাব ভিত্তিক গবেষণামূলক আলোচক, মুফতী রেজাউল করীম আবরার।
ফিকহী সেমিনার আয়োজক কমিটির সদস্যগন জানান, মাজহাব কেন মানবো এবং তার প্রয়োজনিয়তা কি? প্রচলিত আহলে হাদিস, হাদিস মানেন কিনা? আমরা যেভাবে নামাজ পড়ি, তা শরিয়ত সম্মত কিনা? বেতরের নামাজ ১ রাকাত, নাকি ৩ রাকাত? তারাবির নামাজ ৮ রাকাত, নাকি ২০ রাকাত এ বিষয়সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে উক্ত ফিকহী সেমিনারে আলোচনা হবে।
রামগঞ্জ ক্বওমী মাদরাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান হুসাইন বলেন, সকল তৌহিদী জনতা ও বিশেষত যুবক ভাইদের প্রতি বিশেষ আবেদন থাকবে, আপনারা উক্ত ফিকহী সেমিনারে অংশগ্রহণ করে আপনার ইমান ও আমল হেফাজত করুন।