নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে সাবেক রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য কামরুল হাসান মাছুম এর উদ্যোগে চন্ডীপুর ইউনিয়ন এর আল আমিন মাদ্রাসায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয় এবং এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার ও এক বৃদ্ধ মহিলাকে হুইল চেয়ার বিতরণ করেন।
এইসময় উপস্থিত ছিলেন চন্ডীপুর ইউনিয়ন যুবলীগ নেতা আরজু মোল্লা, বিল্লাল হোসেন বিলু, সোহেল চৌধুরী, সঞ্জয় মজুমদার, ফিরোজ আলম সহ-সভাপতি পৌর ৩নং ওয়ার্ড যুবলীগ, শাহআলম সিদ্দিকী জীবন, যুগ্ম আহ্বায়ক, রামগঞ্জ পৌর ছাত্রলীগসহ প্রমখ।
এসময় কামরুল হাসান মাছুম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়ন রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতু করতে আমরা সক্ষম হয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে বিগত কোন সরকার এই উন্নয়ন করতে পারে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।