নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে পরিচালনা করে গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) একটি মোটর সাইকেলসহ মোঃ মানিক প্রকাশ জুয়েল নামে এক চোরচক্রের সদস্যকে গ্রেফতার করেছে৷ জুয়েল ভাটরা ইউনিয়নের বাউখারা গ্রামের পাটোয়ারী বাড়ির সফিকুল রহমানের ছেলে৷
থানা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের সার্বিক তত্ত্বাবধানে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের দিক নির্দেশনায় এসআই মোঃ এনায়েত উল্লাহ সঙ্গীয় অফিসার এসআই দিবাকর রায়, এএসআই মোঃ নুরুল করিম চৌধুরী পিপিএম-সেবা, এএসআই আজাদ হোসেনসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের একজন সক্রিয় সদস্য মোঃ মানিক হোসেন প্রকাশ জুয়েলকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা চোরাই ০১টি কালো নীল রংয়ের PULSAR মোটর সাইকেল। যার মূল্য অনুমান- এক লক্ষ বিশ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামী চোরাই মোটর সাইকেল নিজ হেফাজতে রাখার অপরাধে রামগঞ্জ থানার মামলা নং-১৯(০৯)২২, ধারা-৪১৩ দঃবিঃ রুজু করা হয়।এছাড়াও আসামী মোঃ মানিক হোসেন প্রকাশ জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রহিয়াছে।
পরবর্তীতে উক্ত আসামীকে অদ্য বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।