নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
রামগঞ্জে লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহাফুজ্জামান আশরাফের সাথে বিভিন্ন শ্রেণী পেশার সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় থানা পুলিশের উদ্যোগে জিয়া অডিটিরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
থানা অফিসার ইনচার্জ(ওসি) এমদাদুল হকের সভাপতিত্বে ও ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিয়ম সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধূরী, পৌর সভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী প্রমূখ৷
এ সময় উপস্থিত ছিলেন, সকল ইউপি চেয়াররম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, রাজনীতিক দলের নেতাকর্মী, শিক্ষক , ব্যবসায়ীগন।