নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ পদে জাকির আল মামুন ভূঁইয়া ও আবদুর রহিম স্বপন নামে দুইজন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেননি।
এতে দ্বিতীয়বারের মতো শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন। এছাড়া ৫টি ওয়ার্ডে ২২ জন সদস্য প্রার্থী ও সংরক্ষিত ২টি আসনে ১০ জন নারী প্রার্থী ফরম জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোছাইন আকন্দের কাছে শাহজাহান মনোনয়ন ফরম জমা দেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, চেয়ারম্যান পদে শাহজাহান মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আরও দুইজন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তারা জমা দেননি। কি কারণে জমা দেননি তাও জানা নেই। একমাত্র আওয়ামী লীগের প্রার্থী ফরম জমা দিলেও এখন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান বলা যাচ্ছে না।