রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে ঐ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী আজ বুধবার( ৩১ আগষ্ট ২০২২ইং) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
শ্রেণী কক্ষে পড়া না পারা সহ বিভিন্ন অজুহাতে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুস দীর্ঘদিন ধরে শ্রেণী কক্ষে ছাত্রীদের শ্রেণী কক্ষে বিভিন্ন অজুহাতে ছাত্রীদের টেনেহিঁচড়ে ছাত্রীদের মূখের নেকাব খুলে ফেলা, গাল, নাক টেনে ধরা হাত টিপা সহ শরীরে বিভিন্ন অঙ্গে হাত দিয়ে আসছে এছাড়াও বিভিন্ন কটুক্তিমূলক ও ইভটিজিং মূলক কথা বলেন।
ফলে শিক্ষার্থীরা লজ্জায় মানসিক ভাবে ভেঙে পড়েছে।
তাই আজ বুধবার ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দশম শ্রেণির ৬জন ছাত্রী উপস্থিত হয়ে ঐ শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যপারে দশম শ্রেণির এক ছাত্রী বলেন, বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীই ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুসের কতৃক ইভটিজিংয়ের শিকার। আমরা হয়তো কয়েক জন এর প্রতিবাদে আজ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসেছি।
অভিযুক্ত শিক্ষক আবদুল কুদ্দুস জানান, বিষয়টি একটি মহলের ষড়যন্ত্র। ঐ মহলটি অনেক আগে থেকেই আমাকে বিদ্যালয় থেকে বের করার চেষ্টা করে আসছে। তারই অংশ হিসেবে ছাত্রীদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনর রশীদ জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতাঘাতের বিষয় আমি জানতে পেরে তৎক্ষনাৎ প্রধান শিক্ষককে অবহিত করি। কিন্তু ছাত্রীদেরকে ইভটিজিং করার বিষয়টি আমি কিছুই জানিনা।
সরজমিনে গেলে প্রধান শিক্ষকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীর জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্তা নেওয়া হবে।