রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধ ও মারামারির ঘটনার মামলায় মোঃ জহির হোসেন (৩৫)কে কারাগারে পাঠিয়েছেন লক্ষ্মীপুর চেম্বার জজ আদালত।
২২আগষ্ট (সোমবার) দুপুরে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং বিচারক আদালতের বিচারক বেলায়েত হোসেন ২০২১ইং সালে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর ফজল হক পাটোয়ারী বাড়ির আবুল কালামের দায়ের করা মামলার অভিযোগের ভিত্তিতে আসামী জহিরকে ৩দিনের জেল ও অপর আসামী আলেয়া বেগমকে ২জাহার টাকা জরিমানা করে ওই রায় প্রদান করেন। জহির রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের ফজল হক পাটোয়ারী বাড়ির মৃত আইয়ুব আলীর ছেলে ও আলেয়া বেগম একই বাড়ির ইসমাইল হোসেনের স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আবুল কালামের সাথে একই বাড়ির জহির,আলেয়া গংদের সাথে দীর্ঘদিন থেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০জুলাই ২০২১ইং সালে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আবুল কালাম ও জহির গংদের মধ্যে মারামারি হয়। পরে আবুল কালাম বাদী হয়ে আদালাতে মামলা করলে লক্ষ্মীপুর চেম্বার জজ আদালত মামলার আসামী জহিরকে ৩দিনের জেল ও অপর আসামী আলেয়াকে ২হাজার টাকা জরিমানা করে ২২আগষ্ট সোমবার বিচারক ওই রায় প্রদান করেন।