রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চুর সঞ্চালনায়, আজ ১৬ আগস্ট সকাল ১১টা রামগঞ্জ পৌর প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সফিক মাহমুদ পিন্টু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শাহজাহান, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাবেদ হোসেন।
এইসময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসীম উদ্দীন ভূঁইয়া, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু, সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্ত, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মামুন আল রশিদ রুবেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চৌকিয়া, ছাত্রলীগ নেতা নবাব, জীবন সিদ্দিকীসহ উপজেলা ও পৌর সভা থেকে আগত আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।