সিকদার, (লোহাগাড়া) চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মাইজ পাড়ায় পুকুরে ডুবে দু` শিশুর মৃত্যু হয়েছে।
১৫ আগস্ট সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নাম উপজেলার বড়হাতিয়া মাইজ পাড়ার প্রবাসী মনির আহমদের কন্যা ফাতেমা জান্নাত সুমাইয়া(৯) এবং একই এলাকার প্রবাসী আবু তাহেরের কন্যা তাসফিয়া তাবাচ্ছুম রাইসা(৯)। তারা দু`জন মাইজ পাড়া নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী।
নিহতদের আত্মীয় সাইফুদ্দীন জানান, সকাল ৯টার দিকে দু`জন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান। তারা সাঁতার জানেনা। তাদেরকে দেখতে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি।কোথাও না পেয়ে বাড়ির পিছনের পুকুরে দু`জনকে ভাসমান অবস্থায় দেখলে পেলে তাদেরকে উদ্ধার করে উপজেলার বেসরকারী একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু` শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহতদের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।