রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ ফাহাদুল ইসলাম (১৭) নামে ১০ম শ্রেনীর এক ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ আগষ্ট সকাল ১০টায় রামগঞ্জ পৌরসভার জননী বাসষ্ট্যান্ডে সাকিব গ্লাস হাউজের সামনে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের উপর।
সংঘর্ষের পর স্থানীয় লোকজন ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এসময় তাকে ঢাকা নেওয়ার পথে অল্পকিছুক্ষন পর হাজীগঞ্জ পৌছলে সে মারা যায়। মোঃ ফাহাদুল ইসলাম রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের মোঃ গোলাম জিলানীর ছেলে ও আথাকরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানা যায়, ফাহাদ নিজের মোটসাইকেল যোগে রামগঞ্জ থেকে আথাকরা যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে রামগঞ্জ জননী বাসষ্ট্যান্ডে সাকিব গ্লাস হাউজের সামনে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের উপর অপর দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ফাহাদ রাস্তায় চিটকে পড়ে মাথা থেকে প্রচুর পরিমান রক্তক্ষরন হয়। তবে সংবাদ পাওয়া পর্যন্ত সিএনজি ও ওই গাড়ীর ড্রাইভার গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, সংবাদ পাওয়ার পর এসআই বারীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।