রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজ হওয়ার ২৩দিনেও সন্ধান মেলেনি আওয়ামীলীগ নেতা ও পল্লী চিকিৎসক জাফর উল্লাহ (৬৫)।
সন্ধান না পেয়ে রবিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় রামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জাফর উল্লাহর পরিবার।
সম্প্রতি গত ২রা জুলাই শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম বিঘা সিন্নির বাড়িতে সৃষ্ট ঘটনায় নিখোঁজ হওয়া জাফর উল্লাহর বড় ছেলে তোফায়েল হোসেন রামগঞ্জ থানায় হারানো জিডি করেন।
জাফর উল্লাহর স্ত্রী তাজিয়া বেগম, বড় ছেলে তোফায়েল আহমেদ, ছোট ছেলে তসলিম হোসেন, মেয়ে জাহানারা আক্তার জানান, জাফর মিয়া (আমাদের বাবা) পল্লী চিকিৎসক ছিলেন। তিনি কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। ঘটনার দিন সকাল সাড়ে ৮টায় তিনি বাড়ির সামনে দোকানে যান। তারপর হতে তাকে আর খুঁজে পাচ্ছি না আমরা।
তারা আরো জানান, তাদের বাবা জাফর উল্লাহ পাশ্ববর্তী ছৈয়দ বাড়ির সৌদি আরব প্রবাসি ইউনুছ মিয়া (কুটটির) পরিত্যক্ত বাড়ি পরিচর্চা করতেন। দীর্ঘ কয়েকবছর যাবত কুটটির পরিবার লক্ষ্মীপুর ভাড়া বাসায় বসবাস করতেন।
বর্তমানে রামগঞ্জ পৌরশহরে ভাড়া বাসায় বসবাস করেন।
তোফায়েল আহমেদ ও তার মা তাজিয়া বেগম জানান, নিখোঁজ হওয়ার আগের দিন জাফর উল্লাহকে ইউনুছ মিয়া (কুটটির) ছেলেরা মারধর করে এবং এর পূর্বে বিভিন্ন সময়ে হুমকি দেয়।
ইউনুছ মিয়া (কুটটির) ছোট ছেলে জাহিদ হোসেন ঘটনার পর ডুবাই চলে যায়। সেখান থেকে হুমকি দিয়ে আসছে, তার বড় ছেলে মোঃ শামীম বাড়িতে থেকেই হুমকি দিয়ে আসছে।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন খান, মেম্বার নুর হোসেন ও মেম্বার তৌহিদুল ইসলাম জানান, উনি একজন সহজ, সরল স্বভাবের মানুষ ছিলেন। তিনি কারো সাথে কোনো জামেলায় জড়াতেন না।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, জাফর উল্লাহর সন্ধান পেতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মেম্বার নুর হোসেন, মেম্বার তৌহিদুল ইসলাম, স্থানীয় মামুন হোসেন, আব্দুর রহিম, সৈয়দ রাসেল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জনিসহ প্রমুখ।