পারভেজ হোসাইন, রামগঞ্জ: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল উচ্চ বিদ্যালয় মাঠে লাল সবুজ দলের ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার, বিকেলে ইউনিয়নের ৫নং সাউধেরখিল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাউধের খিল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইউছুফ আলী ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত লাল, সবুজ টিমের খেলা অনুষ্ঠিত হয়।
সাউধেরখিল ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও মামুন হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন, সাউধেরখিল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামছুদ্দিন ভূঁইয়া, সাউধেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল, সাউধেরখিল উচ্চ বিদ্যালয় বিদ্যুৎ সাহি সদস্য আবু তাহের ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াছিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন, প্রবাসী ও সমাজ সেবক মুনছুর আহমেদ, স্থানীয় মোঃ ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা মোঃ আবুল কালাম, মনির হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী সবুজ দল ও রানাস্রফ হওয়া লাল দলকে অতিথিরা ট্রফি তুলে দেন।