নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারী হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। বুধবার (১৩ জুলাই) দুপুরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি।
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। নানা সংকটের মধ্যেও হাসপাতালে সেবার মান সন্তোষজনক থাকায় কর্তব্যরত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে সেবার মান আরও ভাল করার তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা অধিশাখা) মোহাম্মদ হেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গুনময় পোদ্দার, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন প্রমুখ।
এদিকে, শয্যার চেয়েও রোগীর সংখ্যা ৩ গুন বেশি হওয়ায় তাৎক্ষণিক শুন্য পদে লোকবল নিয়োগ দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুরোধ করেন এমপি।