নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান নাগমুদ বাজার কেআই ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
মঙ্গলবার, (১২ জুলাই) সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়
নাহমুদ মাদ্রাসা এ্যলামনাই এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শফিক মাহমুদ পিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ভোলাকোট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, নাগমুদ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ্ আলমগীর (শাওন), নাগমুদ বাজার কে আই ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দিন, উপজেলা যুব লীগের আহ্বায়ক সৈকত মাহমুদ শামছু, দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ভাদুর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদ হোসাইন, কাউন্সিলর রাশেদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা অপু, রকি সহ প্রমুখ।
প্রধান অতিথি এমপি আনোয়ার খান বলেন, সরকারের উন্নয়নের পাশাপাশি রামগঞ্জ উপজেলাও ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা খাত থেকে শুরু করে, সড়ক উন্নয়ন, অসহায় মানুষকে ধারাবাহিক সহযোগিতা সহ রামগঞ্জ ব্যাপক উন্নয়ন হচ্ছে। আগামীতে এমন উন্নয়ন অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করে নজির স্থাপন করেছেন। আওয়ামীলীগ সরকারই তা করতে সক্ষম হয়েছে।