নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ রামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি, দৈনিক জনকন্ঠ ও ডেইলি সান পত্রিকার উপজেলা প্রতিনিধি রহমত উল্যাহ পাটোয়ারীকে সংবাদ প্রকাশের জের ধরে ভাদুর ইউনিয়নের সমেষপুর বেজ্জার বাড়ির মৃত আবদুল মালেকের পুত্র শামছুল আলম(৪৮) প্রকাশ্যে প্রান নাশের হুমকী দেয়৷
এ ব্যাপারে রহমত উল্যাহ পাটোয়ারী বাদী হয়ে আজ রবিবার(১২ জুন) থানায় অভিযোগ দায়ের করেন৷
অভিযোগ সূত্রে জানা যায়, শামছুল আলম তার পিতার কাছ থেকে প্রতারনা করে ২০১৭ সালে সকল সম্পত্তি দলীল করে নিয়ে যায়৷ এ পর সে তার বৃদ্ধ পিতা মাতাকে অবহেলা করে তার স্ত্রী তাদের ঘরে থাকতে দেয় না৷ তারা সাহায্য সহযোগিতা নিয়ে চলে৷ এ ব্যাপারে বৃদ্ধ পিতা ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে রামগঞ্জ থানা ও ইউনিয়ন পরিষদে পুত্রের বিরুদ্ধে অভিযোগ করে৷ তৎকালিন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনাস্থলে যায় এবং বৃদ্ধ পিতা মাতার ভরপোষনসহ থাকার ব্যাবস্থা করার জন্য শামছুর স্ত্রী কহিনুর বেগমকে বলে আসে৷
এর কিছু দিন পর থেকে আবারো একই অবস্থা হয়৷ এভাবে বৃদ্ধ অবহেলা শোকে ২ মাস আগে মৃত্যু বরন করে৷
সাংবাদিক রহমত উল্যাহ পাটোয়ারী জানান, এ ঘটনায় ২০২০ সালে ওই বৃদ্ধ পিতাকে নিয়ে আমি সংবাদ প্রকাশ করি৷ এ সংবাদকে কেন্দ্র করে শামছুল আলম ৩ থেকে ৪ মাস আগে বিদেশ থেকে আসার পর আমাকে বিভিন্ন স্থানে হুমকী ধমকী দিয়ে আসছে৷
গতকাল, শনিবার (১১ জুন) সকাল ৯টায় প্রকাশ্যে আমাকে মারধর ও প্রাননাশের হুমকী দেয়৷ এ জন্য আমি নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দিয়েছি৷
শামছুল আলমের সাথে যোগযোগ করা চেষ্টা করে পাওয়া যায়নি৷
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।