রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জ, লক্ষ্মীপুরঃ নৌকা প্রতীকের মনোয়ন চাওয়া আমার রাজনৈতিক অধিকার। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে আমার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নৌকা প্রতীকে মনোয়ন চাইব। তিনি মনোয়ন দিলে নির্বাচন করব। নতুবা নেত্রী যাকে নৌকা প্রতীকে মনোয়ন দিবেন তাঁর বিজয়ের জন্য কাজ করব। আওয়ামীলীগ প্রাচীন ও বৃহত্তর সংগঠন। তাই দলের মধ্যে অনেকে মনোয়ন প্রত্যাশী হতে পারে, এটাই স্বাভাবিক। তবে যারা, কেউ মনোয়ন প্রত্যাশী হলে তার পিছু লেগে যায়, তাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠে। এ শ্রেণীর লোকেরাই দলের আসল শত্রু। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের ব্যাপারে অবগত আছেন। তিনি আগামী নির্বাচনে তাদেরকে মনোয়ন দিবেন না এবং ত্যাগীদের মূল্যায়ণ করবেন।
এসব কথা বলেন, রামগঞ্জের কৃতি সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আইনজীবি ব্যারিস্টার তৌহিদুল ইসলাম বাহার । তিনি আওয়ামীলীগ পরিবারের সন্তান।
রামগঞ্জের ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে ঢাকা তিতুমীর সরকারী কলেজ শাখা ছাত্রীলীগের সভাপতি এবং ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু জামাত-বিএনপির বিরুদ্ধে ঢাকার রাজপথে দলের দূর্দিনে সকল আন্দোলনে নেতৃত্বশীল একজন সংগ্রামী কর্মী ছিল। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী আইনজীবি পরিষদের নেতা। তিনি রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা পাটোয়ারী বাড়িতে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম নুরুল ইসলামও একজন আওয়ামীলীগের নিবেদীত কর্মী ছিলেন।