রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জ, লক্ষ্মীপুরঃ– জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হওয়া আর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নেতা হওয়া এক নয়। দেশব্যাপী দলের দূ
র্দিনের ত্যাগী নির্যাতিত ও নিবেদিত বঙ্গবন্ধুর সৈনিকরাই আজ বেশী অবহেলিত। এদের অতিত ত্যাগের কোন মুল্যায়ন নেই বরং তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হয় বর্তমান সুসময়ের সুবিধাবাদী ক্ষমতাধর নেতাকর্মীদের কাছে।
দেশের বিভিন্ন জেলা উপজেলায় দলের মধ্যে ওই সব নেতারাই আজ দুর্দান্ত ক্ষমতার অধিকরী৷ তাই মানসন্মান বাঁচানোর চেষ্টায় আসল বঙ্গবন্ধুর সৈনিকরা আড়ালে পড়ে আছে। তাদের হৃদয়ের রক্ত ক্ষরন হচ্ছে। অথচ দল বিপদে পড়লে বর্তমান সুবিধাবাদী ক্ষমতাধর এসব নেতা ও চামচা কর্মীদেরকে তুলা রাশির ব্যাক্তি দিয়ে বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তবে মজার ব্যাপার হল দল বিপদে পড়লে আজকের অবহেলিত নেতাকর্মীরা পাগলের মত জীবন বাজি রেখে সবার আগে জাপ দিবে দলকে বাঁচানোর আন্দোলনে। ওরাই হল বঙ্গবন্ধুর আসল সৈনিক।
কথা গুলি ফেসবুক স্ট্যাটাসসে তুলে ধরেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আইনজীবি, তিতুমির সরকারী কলেজের ছাত্রলীগের পর পর তিন কমিটি সভাপতি, ছাত্র সংসদের ছাত্রলীগ প্যানেলের ভিপি প্রার্থী, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য , ৮০ ও ৯০ দশকের ঢাকার রাজপথের লড়াকু সৈনিক বর্তমান যুক্তরাজ্য আওয়ামী আইনজীবি পরিষদের নেতা তৌহীদুল ইসলাম বাহার।
তিনি আরো লিখেন- আমার দল তিন বার সরকার পরিচালনা করছে, দেশ সব দিকে চোখে পড়ার মত উন্নয়ন হয়েছে। তাতে কোন সন্দেহ নাই। এক মাত্র কানা অন্ধ ছাড়া সবাই আমার সাথে একমত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী একা আর কত করতে পারে ? তিনি ও তো মানুষ !
এই গুলি যেন দেখার কেউ নাই, সব জাগায় একটা হতাশায় কাজ করছে। অনেকের সাথে কথা বলে বুঝতে পারলাম ,আপনি এসব নিয়ে কথা বললে উল্টা বিপদে পড়ার সম্ভবনা শতভাগ। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর আমরা তাই দেখলাম। আগামী দিন আওয়ামীলীগের জন্য অনেক চ্যালেঞ্জ আসছে এইগুলি মোকাবিলা করতে হবে,বঙ্গবন্ধুর সৈনিকরাই এ চ্যারেঞ্জের জন্য প্রস্তুতি নিতে হবে এর বিকল্প আর কিছু নেই।
জয়বাংলা জয় বঙ্গবন্ধু।