নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক, সামাজিক সহিংসতা ও জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোববার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে ও জাইকার সহযোগিতায় পরিষদ সম্মেলন কক্ষে ইমাম, কাজী, হিন্দুদের বিবাহ নিবন্ধন, শিক্ষক, জনপ্রতিনিধি সহ সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মনির হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডাক্তার মো: সাইফুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শিউলি আক্তার, ইউডিএফ এর কর্মকর্তা এরসাদ মো: রুবেল, শিক্ষক মো: ইউনুস বেলাল, আরিফুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, রহমত উল্যাহ পাটোয়ারী, তৌহিদুল ইসলাম কবির, জহিরুল ইসলাম, তামজিদ রুবেল, ভিবিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, কাজীসহ অনেকে।