নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীরের রামগঞ্জ উপজেলার ফতেহপুর বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার অহিদুর রহমানের বসত বাড়িতে সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মাহমুদের উদ্যোগে দেশীয় ফল প্রদর্শনী ও আপ্যায়ন উৎসব-২০২২ পালিত হয়েছে।
৩ জুন রোজ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২ টা এবং বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সর্বসাধারনের জন্য এই দেশীয় ফলের প্রদর্শনী ও আপ্যায়ন উৎসব পালন করা হয়।
এইসময়ে বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ বলেন, ‘আলোর দিশারি’ একটি দায়িত্ব পরিপালনমূলক উদ্যোগ এটি। এই অনুষ্ঠানে মাধ্যমে গ্রামগঞ্জের সকল মানুষের কাছে দেশীয় ফলের উপরিকারিতা সম্পর্কে বোঝানোর চেষ্ঠা করা হয়েছে। দেশীয় ফলের যতœ নিলে তাতে রতœ মিলবে। দেশীয় ফল এক একটি ঔষধের ন্যায় কাজ করে। গ্রামগঞ্জ থেকে আমাদের অনেক ফল হারিয়ে যাচ্ছে। যাদের এখন খুজে পাওয়া যায় না। আমরা এগুলোকে পুনরুদ্ধার করার চেষ্ঠা করব এই উৎসবের মাধ্যমে। বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ আরো বলেন, আমি আমার এই উৎসবটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করলাম।
এই উৎসবের মাঝে রাখা হয়েছে, আম, জাম, কাঁঠাল, কলা, আনারস, পেয়ারা, লিচু, আমলকি, আপেল, কমলা, মালটা, আঙুর, ডালিমসহ অসংখ্য ধরনের দেশীয় ফলের ব্যবস্তা করা হয়েছে এবং সর্বসাধারনের জন্য তা উন্মুক্ত রাখা হয়।
এসময়ে এলাকার বিশিষ্ট জনেরা সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। তাহাদেরকে দেশীয় বিভিন্ন জাতের প্রায় বিলুপ্ত হওয়া ফলের সাথে পরিচয় করে দেওয়া হয়।