রহমত উল্যাহ পাটোয়ারী,রামগঞ্জ কন্ঠঃ রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের লামচর বাজার থেকে আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুরে আবদুর রহমান নামের এক মোটরসাইকেল চোরকে মোটরসাইকেলসহ আটক করে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সোর্পদ করেছে এলাকাবাসী।
আটককৃত চোর আবদুর রহমান ভাটরা ইউনিয়নের পাঁচরুখী নলচারা গ্রামের সানাগো বাড়ির লুৎফর রহমানের ছেলে৷
সূত্রে জানা যায়, আজ শুক্রবার জুম্মার নামাজের সময় পেশাদার মোটর সাইকেল চোর আবদুর রহমান ও রাজন লামচর বাজার মেইন সড়কে জাহিদ গ্যারেজে মোটরসাইকেল চুরি করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় পিছনে থাকা আব্দুর রহমান মোটর সাইকেলে বসার সময়ে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা চিৎকার করলে সামনে থেকে লোকজন বেরিকেট দিলে মোটর সাইকেল চালক রাজন মোটর সাইকেল রেখে পালিয়ে যায়।
গ্রামবাসি আব্দুর রহমানকে গণধোলাই দিয়ে মোহাম্মদীয়া তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আব্দুর রহমানকে পুলিশ হেফাজতে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷