রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত ৫ মামলার পলাতক আসামী কামাল হোসেন ওরফে ওতলা কামালকে (৩৫) আটক করেছে পুলিশ।
আজ রবিবার ভোরে ইছাপুর ইউনিয়নের সানদানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কামাল হোসেন সানদানপুর গ্রামের ওতলা বাড়ীর মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানায়, আজ রবিবার ভোরে সানদানপুর কাউনিয়া সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ ৫০ পিস ইয়াবাবড়িসহ তাকে আটক করে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে উপ পরিদর্শক হুমায়ুন কবীর, আবদুল বারী, আবুল কালাম, উপ-পরিদর্শক মোঃ হাবিব ও মোঃ শোহরাব হোসেন তাকে আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫টি মামলা রয়েছে। বিশেষ অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৫০পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়।