নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ আগামী ২০ ও ২১ মার্চ টিসিবির ৪ প্রকারের নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে কিনতে পারবেন রামগঞ্জ পৌর ও ২টি ইউনিয়নের ৩১৯৪ হতদরিদ্র পরিবার।
পৌর ও ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রের পরিবেশক থেকে চিনি ২ কেজি ১১০ টাকা, মসুরির ডাল ২ কেজি ১৩০ টাকা, সয়াবিন ২ লিটার ২২০ টাকা ও ছোলাবুট ২ কেজির প্রতিটি প্যাকেট ১০০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জানান, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন।
রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন এসময় সাংবাদিকদের জানান, আগামী ২০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মধ্যে রামগঞ্জ পৌরসভার সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত কমরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২১ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় এবং বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলচমা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ১৫৫৪জন ব্যক্তি,
২০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের দরবেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কে এম ইউনাইটেড একাডেমি (মাঝিরগাঁও) এবং ২১ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভাদুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিরুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভাদুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৬৪০ জন হতদরিদ্র ব্যক্তি নির্ধারিত টাকায় এ পণ্য সংগ্রহ করবেন।
এসময় তিনি আরো জানান, ন্যায্যমুল্যের পণ্য বিক্রিতে কোন অনিয়ম বরদাসত করা হবে না। পণ্য বিক্রি তদারকি করার জন্য বিভিন্ন দফতরের ৬জন কর্মকর্তা স্বশরীরে উপস্থিত থাকবেন। পৌরসভা ও বাকী ইউনিয়নের হতদরিদ্র ব্যক্তিদের তালিকা অনুযায়ী পণ্য বিক্রয়ের সময় ও তারিখ পরবর্তিতে জানিয়ে দেয়া হবে।