নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ মানসম্মত, আধুনিক ও রুচিশীল পোশাক নিয়ে রামগঞ্জ দক্ষিণ বাজার মেইন রোড জিয়া শপিং কমপ্লেক্সের ১ নং গেট থেকে ৫০ গজ দক্ষিনে মেইন রোডের পশ্চিম পাশে উদ্বোধন হলো এক্সপো ফ্যাশনের নিজস্ব শোরুম।
১১ মার্চ শুক্রবার বিকেলে এক্সপো ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগঞ্জ বাজার ব্যবস্থাপন কমিটির সাধারণ সম্পাদক সেলিম হোসাইন, পৌর ০২ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাছান, এক্সপো ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর রাসেদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন উপলক্ষে আপটু ২০% ডিসকাউন্ট দেওয়া হয়েছে।
এক্সপো ফ্যাশনের মালিক রাসেদুল ইসলাম বলেন, রামগঞ্জের জনসাধারণের চাহিদা ও রুচিশীলতার কথা চিন্তা করে বাচ্ছা ও পুরুষদের সকল প্রকার পোষাকের ব্যবস্থা করা হয়েছে এক্সপো শোরুমে। তাই সকলকে এক্সপো শোরুমে এসে পছন্দের পোশাক কেনার আহবান জানান তিনি।