নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭ই মার্চ উপলক্ষে রোববার বিকালে জিয়া অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকম রুহুল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরমেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, সাবেক পৌরমেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের নেতা মোজ্জাম্মেল হোসেন শাওন, আনোয়ার হোসেন লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন মিঠু, আমিনুল ইসলাম টিপু, ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ সহ অনেকে।