নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আশারকোটা দেওয়ানজী বাড়ি নিবাসী ও পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের ছেলে মার্শাল দেওয়ানকে সুন্দর উপস্থাপন ও বিভিন্ন খেলাধুলায় ধারাভাষ্য প্রদানে সক্ষমতা অর্জন করায় রেডিও ভূমি পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
শুক্রবার (৪ মার্চ ২০২২ইং) সকল ১০ টায় রেডিও ভূমি কতৃক আয়োজিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ডজনখানেক প্রতিযোগী ধারাভাষ্যকারের মধ্য থেকে ধারাভাষ্যে সফলতা অর্জন করায় মার্শাল দেওয়ানকে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন ও কামরুজ্জামান এই সম্মাননা সনদ প্রদান করেন।