নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর অলি বাড়ির মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলে মাইক লাগাতে গিয়ে আজ শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক উল্যাহ (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি পাশ্ববর্তি নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈ গ্রামের হাজী বাড়ীর মোঃ সোলাইমান হোসেনের ছেলে ও শৈরশৈ বাজারের জননী মাইক সার্ভিসের কর্মী।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিবছরই এ মাদ্রাসায় বড় ধরনের ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল কর্তৃপক্ষ বক্তাদের জন্য শৈরশৈ বাজারের জননী মাইক ভাড়া করেন।
মাহফিলের শব্দ যেন দুর থেকে শোনা যায় সে লক্ষে মাহফিল কর্তৃপক্ষের অনুরোধে রফিক উল্যাহ মাহফিল সংলগ্ন বিদ্যুতের তারের উপর দিয়ে মাইকের তার ছুঁড়ে মারার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শিক্ষক আলমগীর হোসেন জানান, ছোট বেলা থেকেই রফিক উল্যাহ প্রচুর পরিশ্রম করতেন। পড়ালেখায় খুব একটা এগুতে পারেনি সংসারের অভাব অনটনের কারনে।
মাহফিল কমিটির সদস্য নুরুল আমিন খন্দকার জানান, প্রতিবছরই এ মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এবারও আয়োজন করা হয়েছে। বেশ কয়েকজন নামি বক্তা আসার কথা রয়েছে। কিন্তু দূর্ভাগ্যবসত মাইক লাগানোর সময় রফিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আবু তাহের ঘটনাস্থলে গিয়েছেন। তদন্ত করে বিধিমতে ব্যবস্থা নেয়া হবে।
মোঃ তৌহিদুল ইসলাম কবির, ০১৭২৬৪৩৭৯১১।