নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ রামগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাদ্রাসা ছাত্র সাজ্জাদ হোসেন (৭) বালুবাহী পিকআপ ভ্যানচাপায় নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈই মারকাজুল উলুম ইসলামি হাফেজিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা পিকআপটিকে আটক করে ভাংচুর চালায়। এসময় ভ্যানচালক মাসুদ আলম পালিয়ে যায়। মাসুদ উপজেলার ভোলাকোট ইউপির রাজারামপুর গ্রামের বাসিন্দা।
মাদরাসাছাত্র সাজ্জাদ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা গ্রামের কাজী বাড়ির দিনমজুর ইউছুফ হোসেনের ছেলে। সাজ্জাদ মাদরাসায় আবাসিকে থেকে পড়ালেখা করছে। তার মা অন্যের বাসায় কাজ করে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় সাজ্জাদ মাদ্রাসার সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বালুবাহী পিকআপ ভ্যান এসে তাকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।