নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
লক্ষীপুরের রামগঞ্জে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) উপজেলা মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয় ৷ মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সভার প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন আ ক ম রুহুল আমিন, এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ মামুন আখন্দ, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেনসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা৷
সভায় সবার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সমন্বয় একটি টিম গঠন করে অবৈধ ট্রলি বন্ধ ঘোষনাসহ আগামীকাল থেকে অভিযান পরিচালনা ঘোষনা দেন৷
উল্লেখ্য- বিগত চার বছর যাবত এ অবৈধ ট্রলি চলাচল ৪ বার বন্ধ ঘোষনা করা হয়েছে৷ তবুও ট্রলি সমিতি ও মালিক পক্ষ অদৃশ্য শক্তির ইন্দন ও সহযোগিতায় ট্রলি চালিয়ে আসছেন৷