স্টাফ রিপোর্টারঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে রামগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, সহাকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বেলাল,নরামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীসহ অনেকে।