নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর সৌজন্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খানের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে৷
শনিবার (১২ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অসহায় শীতার্ত ২ হাজার পরিবারের মাঝে এ কম্বল বিতরন করা হয়৷
ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ ড. আনোয়ার খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদ উল্যাহ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, চন্ডীপুর ইউপি চেয়ারম্যান স্যামছুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্ছু, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ প্রমূখ৷