নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশন ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন প্রতিষ্ঠান গুলো।
শনিবার (২২ জানুয়ারী) সকালে স্থানীয় সমিতির বাজারে ফাউন্ডেশন গুলোর স্ব-স্ব কার্যালয় এবং আইয়েনগর মদিনাতুল উলুম কাওমী মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে ওই শীতবস্ত্র বিতরন করা হয়।
সেবা ফাউন্ডেশনের পরিচালক মোঃ সেলিম হোসেন ফাহিম ও মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় ও সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের সভাপতি এসএম ভাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ হামিদ আলী, ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আবু তাহের, ব্লাড ফাউন্ডেশনের সেক্রেটারী মোঃ আমজাদ হোসেন, সমিতির বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন শেখ, ইউপি সদস্য মোঃ রফিক উল্যা ও মোঃ মোস্তফা মিজি, পৃষ্টপোষক এসএম মোঃ তোহা, সৌদী প্রবাসী মোঃ সাহাদাৎ হোসেন প্রমূখ।