নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপির ব্রহ্মপাড়া, শেফালীপাড়া, ইছাপুর ইউপির রাঘবপুর, পৌর দরবেশপুরসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থা’।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২১ জানুয়ারী) বিকেল ৩টায় রামগঞ্জ পৌর দরবেশপুর নুরানীয়া ও হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি ও রামগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবির।
সংগঠনের সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপু দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন, ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ আরমান হোসেন, জনসেবা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ নুরনবী, সততা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আসিফ মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক বাদল পাটোয়ারী, অর্থ সম্পাদক জুয়েল হোসেন, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, সদস্য শাকিল মুন্সী, সাইফুল, আলামিনসহ অন্যান্য সদস্যগন।
জানা যায়, সংগঠনটি ২০২০ সালের জুলাই মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে সামাজিক কর্মকার্ন্ডের পাশাপাশি এ পর্যন্ত ৫১৫ ব্যাগ রক্ত ডোনেট করছে।