নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে বিজয় চত্বর স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এর পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।
পরে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও তাপ্তি চাকমা, রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, রামগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএপি, জাতীয় পার্টি, রামগঞ্জ সেচ্ছাসেবী এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানোসহ নানান কর্মসূচি পালিত হয়।
এদিন সকাল ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ড. আনোয়ার হোসেন খান এমপি। এর পর মধ্যহ্নভোজের মধ্য দিয়ে ১ম পর্ব শেষ হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতা-কর্মী জনগণকে সাথে নিয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন এমপি আনোয়ার খান।