মোঃ তৌহিদুল ইসলাম কবির, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ রাত পোহালে আগামীকাল ২৮ নভেম্বর রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তৃতীয় ধাপে রামগঞ্জ উপজেলা ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে৷
অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য জেলা ও উপজেলা প্রশাসন ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছেন৷ এ জন্য বিপুল সংখ্যক র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য কেন্দ্রে কেন্দ্রে প্রেরন করেছেন৷ পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্টেট থাকবে৷
সুষ্ঠ নির্বাচনের ক্ষেত্রে সন্ত্রাসী বা কেন্দ্র দখলসহ যে কোন প্রতিবন্ধতায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসন আরো জানান, রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ২ নং নোয়াগাঁও, ৩ নং ভাদুর, ৪ নং ইছাপুর, ৬ নং লামচর, ৯ নং ভোলাকোট ও ১০ নং ভাটরা ইউনিয়নকে ঝুকিপূর্ণ ইউনিয়ন হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে৷ এ সব ইউনিয়নে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে৷
উপজেলার ১০ ইউনিয়নে মোট ৯৩ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে৷ মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৮৪ জন, পুরুষ ভোট ১লক্ষ ১ হাজার ৫শত ৮০ জন, মহিলা ভোটার ৯৬ হাজার ৫ শত ৪ জন৷
১০ টি ইউনিয়নে নির্বাচনে অংশ গ্রহন করছেন- চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারন সদস্য ৪২৮ জন ও সংরক্ষিত সদস্য মহিলা ৯১ জন৷