নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কামরুল হাছান মাছুম বিএসসি।
বক্তব্য দিচ্ছেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
২৭ নভেম্বর শনিবার সকালে পৌর ০৭ নং ওয়ার্ড অভিরামপুর চাঁদপুরীশাহ্ জামে মসজিদ ঈদগাহ মাঠে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
রামগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কামরুল হাছান মাছুম (বিএসসি) সভাপতিত্বে ও পৌর ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুর রবের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সফিক পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন ভুইয়া, যুবলীগ নেতা রাজু, ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক আজিজ, ছাত্রলীগ নেতা সৈকত।
বক্তব্য দিচ্ছেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন।
এই সময়ে বক্তাগন তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগন বান্ধব ছিল। জনগনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ করোনা কালীন সময়সহ দেশে যেকেনো দুর্যোগ, মহামারিতে সাধারন মানুষের পাশে থেকে ত্রান সামগ্রী, উপহার সামগ্রী, শীতবস্ত্র দিয়ে সবসময় মানুষের পাশে ছিল। ইন্সাআল্লাহ এমন মানবিক কাজের জন্য ভবিষ্যতে আওয়ামীলীগ সরকার পাশে থাকবে।