নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নৌকা মার্কার প্রার্থী জামান হোসেন দুলাল পাটোয়ারীর নির্বাচনী কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৪ নভেম্বর বুধবার বিকেল ৫টায় দেহলা পঁচা মার্কেট বাজারে নির্বাচনী কার্যালয় ভাংচুর করে অগ্নিযংযোগ করে দূর্বৃত্তরা। এসময় জামান হোসেন দুলাল পাটোয়ারীর সমর্থকরা এসে বিক্ষোভ মিছিল করে ও দোষীদের শাস্তি দাবি করেন। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জাহাঙ্গীর ও সুমন জানায়, বুধবার বিকেল ৫টার দিকে মোটরসাইকেল দিয়ে বেশ কয়েকজন দূর্বৃত্ত এসে অতর্কিতভাবে ৯নং ভোলাকোট ইউনিয়নের দেহলা পচাঁ মার্কেট দেহলা নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে অগ্নিসংযোগ করে দ্রুতবেগে স্থান ত্যাগ করে পালিয়ে যায়। দুবৃত্তদের মুখে মার্কস পরিহিত থাকায় তাদের সনাক্ত করতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।
নৌকা মার্কার প্রার্থী জামান হোসেন দুলাল পাটোয়ারী অভিযোগ করে বলেন, ২৪ নভেম্বর বুধবার বিকেল ৩টায় আমার পূর্ব নির্ধারিত নাগমুদ বাজারে নির্বাচনী উঠান বৈঠক চলছিলো। এরই সুযোগে আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনীর লোকজন আমার নির্বাচনী কার্যালয়ের চেয়ার টেবিল ভাংচুর করে অগ্নিসংযোগ করে। এছাড়াও বিভিন্ন সময় আমার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি ।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনে পুলিশ ও ইউএনও কে নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।